“শৈশব, কৈশোর বা বয়ঃসন্ধিকালই আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করবার উপযুক্ত সময়। অল্প বয়স থাকতে থাকতেই আধ্যাত্মিক রূপান্তরণ সম্পন্ন হওয়া জরুরি। আমার শিষ্যদের মধ্যে প্রায় ৯০ শতাংশই যুবক।”
“আমার দৃঢ় বিশ্বাস যে, যুবসম্প্রদায় যতক্ষণ না আধ্যাত্মিক ভাবে সচেতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বে কোনো অধ্যাত্ম-বিপ্লব (জাগরণ) ঘটা সম্ভবপর নয়। বিশ্বব্যাপী এক রূপান্তরণের ক্ষেত্রে এই যুবসমাজ ই অগ্রণী ভূমিকা পালন করবে। যুবসমাজ এ কাজ অতীতেও করেছে আর ভবিষ্যতেও করবে।”