(bn) গুরু সিয়াগ যোগ

“এই নশ্বর দেহে যাঁকে দেখা যায় তিনি গুরু নন। এই নশ্বর দেহ জরাগ্রস্ত হয়ে একদিন লয়প্রাপ্ত হবে। কিন্তু, গুরু হলেন ঐশ্বরিক শক্তি যার বিনাশ নেই। তিনি শাশ্বত এবং চিরন্তন। সাধকের অন্তরের গহন চেতনায় গুরু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হন। যৌগিক বিজ্ঞানে স্থান ও কালের কোনোই মূল্য নেই। আপনি আমার অন্তরে, আমিও আপনারই অন্তরে। একজন যদি প্রকৃতই গুরু হন, তবে তিনি সর্বত্রই বিরাজ করেন। যে মুহূর্তে আপনি আমাকে স্মরণ করবেন , আপনি আপনার অন্তরে আমাকে পাবেন। গুরু যদি খাঁটি হন তো তিনি সর্বত্র বিরাজিত — তিনি একইসঙ্গে সর্বত্র উপস্থিত থাকেন ; স্থান -কালের গণ্ডীতে তাঁকে বেঁধে রাখা যায় না।”

error: Content is protected !!