গুরু সিয়াগ যোগে (G.S.Y.) ধ্যান এবং গুরু সিয়াগ প্রদত্ত দিব্যমন্ত্রের অবিরাম জপ অনুশীলনকারীর জাগতিক জীবনে নিম্নলিখিত পরিবর্তন নিয়ে আসে —
- এইচ.আই.ভি./ এইডস, ক্যানসার, শ্বাসকষ্ট (Asthma), হাইপারটেনশান বা উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস (বাত), ডায়বেটিস বা বহুমূত্র, স্পণ্ডিলাইটিস, হিমোফিলিয়া, স্থূলতা বা ওবেসিটি, হৃদযন্ত্রের অসুখ, স্ট্রোকজনিত পক্ষাঘাত, চর্মরোগ ইত্যাদি সহ সর্বপ্রকার রোগ-ব্যাধি থেকে মুক্তি মেলে।
- সবধরণের উত্তেজক ড্রাগ ও মাদকজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি, মদের নেশা, ধূমপান, তামাক সেবন ইত্যাদি থেকে মুক্ত হওয়া যায়। অনুশীলনকারীর ক্ষতিকারক খাদ্যাভ্যাস থেকেও গুরু সিয়াগ যোগ (G.S.Y.) মুক্তি প্রদান করে।
- অবসাদ, অনিদ্রা, মানসিক চাপ এবং অন্যান্য মানসিক বৈকল্য থেকে মুক্তি মেলে।
- পারিবারিক বা কর্মজগতের সমস্যা, শিক্ষা, বিবাহ কিংবা অর্থনৈতিক সঙ্কট সংক্রান্ত জটিলতার নিরসন ঘটে।
- বশীকরণ, কালা জাদু এবং তন্ত্রমন্ত্রের কু-প্রভাব থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। গুরু সিয়াগ যোগ (G.S.Y.) যেহেতু স্মৃতিশক্তিকে মজবুত করে এবং কোনো বিষয়ে মনোসংযোগ-ক্ষমতার বৃদ্ধি ঘটায়, সেহেতু ছাত্র-ছাত্রীদের পক্ষেও এটি ভীষণ উপকারী।