“আমার গুরু গঙ্গাইনাথজির কাছে সমর্পণের পরে আমি সম্পূর্ণ পরিবর্তন অনুভব করলাম। আপনিও এই পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করতে পারেন । সমগ্র মানবজাতিই — নারী পুরুষ নির্বিশেষে — এই পরিবর্তন অনুভব করতে পারে। এ জন্য আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে — কে আপনি ? আমি আপনাকে আপনার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেব — যাতে করে আপনি বুঝতে পারেন – আপনি কে? আপনি এই দেহ নয়। আপনি আসলে সেই অমর আত্মা। সনাতন ধর্ম ব’লে থাকে যে, আলোকদ্দীপ্ত গুরু ছাড়া মুক্তি সম্ভব নয়। কিন্তু, মুক্তি সহজও নয়। এটা কোনো খেলনা নয় যে, গুরুর সঙ্গে সাক্ষাতমাত্রেই গুরু আপনাকে এটা দিয়ে দেবে। গুরু কেবলমাত্র আপনাকে সঠিক পথের নির্দেশ দেন ; বলেন যে, এ-পথে চললে আপনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন । আর সেই পথ হলো দিব্যমন্ত্রের নিরন্তর জপ। তুলসীদাস গোস্বামী তাঁর সূত্রে বলেছেন যে, কলিযুগে একমাত্র দিব্যমন্ত্রের অনবরত জপেই কেউ সমস্তরকম দুর্ভোগ থেকে মুক্ত হতে পারেন।