- গুরু সিয়াগ যোগের (GSY) অনুশীলনকারীরা তাঁদের পছন্দমাফিক জীবনধারা অনুসরণ করতে পারেন।
- গুরু সিয়াগ যোগের (G.S.Y.) জন্য অনুশীলনকারীদের কোনোভাবেই তাদের নিজস্ব জীবনধারা বদলানোর আবশ্যকতা নেই।
- গুরু সিয়াগ যোগ (G.S.) খাদ্যবিধির ব্যাপারে কোনো বিধি-নিষেধ আরোপ করে না। গুরু সিয়াগ শিষ্যের জন্য কোনো নৈতিক আচরণবিধিও নির্দিষ্ট করে দেননি যা তাঁকে মেনে চলতে হবে। এ ধরণের ব্যবস্থা তাঁর মতে সম্পূর্ণ অনাবশ্যক। গুরু সিয়াগ বলেন যে, যখন শিষ্যেরা আন্তরিকতার সঙ্গে অনুশীলন করে চলেন তখন গুরুই ভিতর থেকে দিব্য দিক্ নির্দেশ প্রদান করেন যা তাঁদের আধ্যাত্মিক বিকাশকে ত্বরান্বিত করে।
- গুরু সিয়াগ যোগের (G.S.Y.) অনুশীলনে কোনো আচারবিধি মেনে চলা, অনুষ্ঠান পালন, রীতিনীতি এবং নৈবেদ্যদানের ( নারকোল, ধূপদীপ, ফুল ইত্যাদি ) ব্যাপার নেই।
- কেবলমাত্র গুরু সিয়াগের ফটোগ্রাফের ওপর ধ্যান করেই পৃথিবীর যে-কোনো প্রান্তের সাধক সুগভীর ধ্যানের অভিজ্ঞতা লাভ করতে পারেন।
- গুরু সিয়াগ কখনওই সাধককে দীক্ষালাভের জন্য তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা বলেন না।
- সাক্ষাতে দীক্ষালাভের মতোই ভি.ডি.ও./ অডিও সি.ডি., টিভি সম্প্রচার অথবা ইন্টারনেট ভিডিওর মাধ্যমে দীক্ষালাভ একইরকম ফলদায়ক ।
- যদি কেউ কোনো কারণবশত ( সেই ব্যক্তি নিতান্তই শিশু অথবা অচেতন কিংবা মানসিক জড়তাগ্রস্ত ) গুরু সিয়াগ প্রদত্ত মন্ত্রোচ্চারণ ও ধ্যানে অসমর্থ হন , তবে তার নিকট আত্মীয় অথবা বন্ধু তার তরফে মন্ত্রোচ্চারণ ও অনুশীলন করতে পারেন।
- গুরু সিয়াগ যোগে (G.S.Y) কোনোরকম পাঠক্রম বা ক্লাসের ব্যাপার নেই।
- গুরু সিয়াগ যোগ (G.S.Y) সম্পূর্ণই বিনামূল্যে উপলব্ধ ।
- গুরু সিয়াগ যোগে (G.S.Y) যোগদানের জন্য কোনো রেজিস্ট্রেশানের প্রয়োজন নেই।
- গুরু সিয়াগ যোগে (G.S.Y) দীক্ষাদানের পরিবর্তে গুরু সিয়াগ কোনোপ্রকার অর্থ বা উপহার নেন না।
- দীক্ষালাভের পরেও গুরু সিয়াগ শিষ্যদের অপরাপর গুরু অথবা অন্যান্য অনুশীলন পদ্ধতির অনুসরণে নিষেধ করেন না।
- গুরু সিয়াগ কোনোপ্রকার ধর্মোপদেশ দেন না। তিনি শুধু এই বিশেষ যোগের দর্শনের ব্যাখ্যা করেন।
- গুরু সিয়াগ কোনোরকম ওষধি , ভেষজ বা অন্য কোনোপ্রকার দ্রব্য বিক্রয় বা প্রদান করেন না।
- জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায়-রাষ্ট্র- বিশ্বাস-লিঙ্গ নির্বিশেষে যে-কোনো আগ্রহী ব্যক্তিই গুরু সিয়াগ যোগে (G.S.Y.) সর্বদা স্বাগত।
error: Content is protected !!